শিগগিরই ট্রায়াল হবে বাংলাদেশে চীনের করোনা ভ্যাকসিনের

শিগগিরই ট্রায়াল হবে বাংলাদেশে চীনের করোনা ভ্যাকসিনের

মানিকগঞ্জ: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম বলেছেন, চীন থেকে আমদানিকৃত করোনা প্রতিরোধ ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে খুব শিগগিরই হবে।

সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২০ এবং মুজিব শতবর্ষ উপলক্ষে পুষ্টি মাসে মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ এবং বিধি ২০১৭ অবহিতকরণ এবং মনিটরিং বিষয়ক কর্মশালা উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোশাররফ হোসেন দেওয়ান। মানিকগঞ্জ সিভিল সার্জন আনোয়ারুল আমীন আখন্দ প্রমুখ।

ডিজি বলেন, মানবতার সেবায় যারা স্ব-প্রণোদিত হয়ে আসবে শুধুমাত্র তাদের করোনা ভ্যাকসিন ট্রায়ালে সম্পৃক্ত করা হবে। জোর করে কাউকে আনা হবে না। তবে ঝুঁকি ভাতা তাদের দেওয়া হবে কি না তার সিদ্ধান্ত এখনো হয়নি।

অনুষ্ঠান শেষে ডিজি ২৫০ শয্য জেলা হাসপাতালের সিসিইউ, আইসিইউ ওয়ার্ডসহ রোগীদের ওয়ার্ড পরিদর্শন করেন। পরে এখন থেকে কর্নেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল পরিদর্শনে যান।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন নাছির

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে