মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
ছবিঃসংগ্রহীত

নিউজ ডেস্ক:: রাজধানীর মিরপুর-১২ নম্বরে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুর-১২ নম্বর এলাকায় বেসরকারি গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে আগুন দেয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ বিন খালেদ বলেন, রাত ৯টা ১২ মিনেটে মিরপুর–১২ নম্বরে গ্রিন ইউনিভার্সিটির দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আহত হয়েছে কি না তা প্রাথমিকভাবে জানা যায়নি।

এর আগে রাজধানীর শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহনে এবং নতুনবাজার কোকাকলার সামনে বৈশাখী পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শ্যামলী স্কয়ারের সামনে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাগরিবের নামাজের সময় কলেজগেট থেকে গাবতলীমুখী ওই বাসটি শ্যামলী সিনেমা হল অতিক্রম করছিল। ওই সময় হঠাৎ বাসটির পেছন দিকে আগুন দেখা যায়। একপর্যায়ে স্থানীয়রা মিলে আগুন নেভান।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার ইমরুল জানান, আজ আনুমানিক সন্ধ্যা ৬টায় শ্যামলী স্কয়ারের সামনে আউটগোয়িংয়ে ওয়েলকাম পরিবহনের একটি বাসে যাত্রীবেশে উঠে আগুন লাগিয়ে নেমে যায় দুর্বৃত্তরা।

এদিকে নতুনবাজারে বৈশাখী পরিবহনের বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন বাজারে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Leave a reply

Minimum length: 20 characters ::