নিউজ ডেস্ক : সরকার পতনের হুমকি-ধমকি বা দেশে সংঘাত; কোনো কিছুতে ডরান না বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরং দেশে কোনো সহিংসতা হলে তার সমুচিত জবাব তিনি প্রস্তুত আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের টানা তিনবারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ৩০তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।ওবায়দুল কাদের বলেন, সরকার পতনের হুমকি-ধমকিতে শেখ হাসিনা ভয় পান না। অনেকে বলেছিল এই হবে, সেই হবে; দেশ সংঘাতে যাবে। কিন্তু কিছুই তো হলো না। বিএনপির কথা শুনলে এখন ঘোড়াও হাসে।এ সময় বিএনপি আন্দোলন করতে পারে উল্লেখ করে তিনি বলেন, তবে সেটি যদি সহিংস রূপ ধারণ করে; সমুচিত জবাব দেওয়া হবে।ক্লাইমেট চেঞ্জ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পুরো বিশ্বকে বদলে দিয়েছে মন্তব্য করে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আজ ইউরোপ-আমেরিকায় মন্দা দৃশ্যমান। করোনা এখনও ছাড়েনি। তবে যাবে, কেউ জানে না। চীন এখনও এর ফলভোগ করছে। এসবের রেশ আমাদের এখানেও চলছে।তারপরও এখানে একজন রূপকার আছেন। সেই রূপকারের সঠিক সময়ে সঠিক ও সময়োপযোগী নেতৃত্বে শেখ হাসিনা আছেন। তিনি আছেন বলেই বিনা পয়সায় করোনায় ভ্যাক্সিন দিয়েছি। এ বিশ্ব সংকটেও বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে এবং ঘুরে দাঁড়াবে।ওবায়দুল কাদের আরও বলেন, রপ্তানি আয় বেড়েছে; রেমিটেন্সও বাড়তে শুরু করেছে। এখনও রিজার্ভ ৩৪ বিলিয়ন; যেটা দিয়ে ৫ মাসের আমদানি করতে পারবো। কিছুদিন আগে মেডিকেল চেক আপের জন্য গিয়েছিলাম সিঙ্গাপুরে। সেখানে আমাদের রাষ্ট্রদূত পাকিস্তানি রাষ্ট্রদূতের রেফারেন্স দিয়ে জানান, ওই দেশটির রিজার্ভ ৫ বিলিয়ন ডলারের নিচে। দেশে আসার পথে শুনলাম হাফ বিলিয়নের নিচে নেমে গেছে। শ্রীলঙ্কার মতো অবস্থা হয়েছে পাকিস্তানেরও। কিন্তু শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে।প্রকৌশলীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সম্পাদক বলেন, নতুন বছরে নয়া অঙ্গীকার নিয়ে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা ও সময় অনুযায়ী কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট যোগাযোগ জরুরি হয়ে পড়েছে। এখানে প্রকৌশলীরা যারা আছেন তাদের স্মার্টার হতে হবে।সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ৩০তম সম্মেলনের তিন দিনব্যাপী আয়োজনের প্লাটিনাম স্পন্সর বসুন্ধরা বিটুমিন। বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের ব্র্যান্ড বসুন্ধরা বিটুমিন। কোম্পানিটি বেসরকারি খাতে বাংলাদেশের প্রথম ও সর্ববৃহৎ বিটুমিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান।এ সম্মেলনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সভাপতি সৈয়দ মঈনুল হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ইসহাক, সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক অমিত কুমার চক্রবর্তী।
আনাছুল হক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়কে চলমান গুম,
| শিরোনাম কোন মন্তব্য নাইমাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে মাদকের ভয়াবহতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ
| শিরোনাম কোন মন্তব্য নাইনিউজ ডেস্ক: রাশিয়ায় জলবায়ু সংক্রান্ত অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড
| শিরোনাম কোন মন্তব্য নাইআনাছুল হক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের নতুন উপজেলা ঈদগাঁও যেন
| শিরোনাম কোন মন্তব্য নাইআব্দুল হামিদ সন্দ্বীপ প্রতিনিধ: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে
| শিরোনাম কোন মন্তব্য নাইপ্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধি: “কৃষিই সমৃদ্ধি” এই মূলমন্ত্রকে সামনে
| শিরোনাম কোন মন্তব্য নাইপ্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধি:আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫
| শিরোনাম কোন মন্তব্য নাইবেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শারীরিক শিক্ষা দফতরের
| শিরোনাম কোন মন্তব্য নাইঢাকা: নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে বিস্ফোরণে চিকিৎসাধীন দগ্ধ পাঁচজনের অবস্থার কিছুটা উন্নতি
| স্বাস্থ্যনিউজ ডেস্ক : ২০৩০ সালের মধ্যে ঢাকায় আরও ৬টি মেট্রোরেলের লাইন
| জাতীয়হাকিম বাপ্পি,কুবিঃকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের সহযোগী সংগঠন ‘ল ক্লিনিক’–এর
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : দেশের সর্ব উত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হঠাৎ করেই
| শিরোনামনিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রীয় হেফাজতে থেকে যে কারো মৃত্যুর দায়
| রাজনীতিঢাকা: কাশিমপুর কারাগারে বন্দী হল-মার্ক কর্মকর্তা তুষার আহমেদকে অবৈধভাবে নারীসঙ্গের
| জাতীয়নিজস্ব প্রতিবেদক : সদ্য প্রয়াত বিচারপতি এফ আর এম নাজমুল
| আইন ও আদালতসিলেটের এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি
| আইন ও আদালত