মেট্রোরেলে মুক্তিযোদ্ধাদের ভাড়া লাগবে না

 মেট্রোরেলে মুক্তিযোদ্ধাদের ভাড়া লাগবে না

নিউজ ডেস্ক :  মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। সেই মাহেন্দ্রক্ষণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, মেট্রোরেলে যাতায়াত করতে বীর মুক্তিযোদ্ধাদের কোনো ভাড়া লাগবে না।প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে থাকছে বিশেষ ব্যবস্থা। শিশুদের জন্যও নানা সুযোগ-সুবিধা থাকছে এই আধুনিক পরিবাহন সেবায়।বুধবার (২৮ ডিসেম্বর) সকালে দিয়াবাড়িতে ফলক উন্মোচনের মধ্য দিয়ে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আরেকটি পালক দিতে পারলাম, ঢাকাবাসীকে আরেকটি পালক সংযোজিত করতে পারলাম। ’জানা গেছে, মেট্রোতে নারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য প্রতিটি ট্রেনে থাকছে আলাদা কোচ। একইসঙ্গে অন্য কোচেও যাতায়াত করতে পারবেন নারীরা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক

মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ