নিউজডেস্ক : নীলফামারীর ডিমলায় আনোয়রুল ইসলাম চৌধুরী (৪৫) নামে ডাচ-বাংলা ব্যাংকের এক এজেন্টকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ডিমলা সদর ইউনিয়নের কাউশা মোড় সংলগ্ন নিজ বাসায় তাকে হত্যা করা হয়।আনোয়ারুল জেলার জলঢাকা উপজেলার খারিজা গোলনা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি দীর্ঘ ১৮ বছর যাবত ওই ইউনিয়নের কাউশা মোড়ে বসবাস করেন।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশের ধারনা শনিবার ৮ (অক্টোবর) গভীর রাতে তাকে হত্যা করা হয়েছে। তারা জানায়, রোববার (৯ অক্টোবর) নিহতের স্ত্রী সুখি বেগম (৩০), ছেলে সজিব (১০) বাসা সংলগ্ন মোটরসাইকেল গ্যারেজের মিস্ত্রি পল্লব দোকান খুলে বাসার ভেতরে ঢুকলে দেখতে পান আনোয়রুল ইসলামের ঘরের দরজা খোলা এবং উঠানে রক্ত। পরে রুমের ভেতরে তার গলাকাটা দেহ পড়ে থাকতে দেখেন। পল্লব ও এলাকাবাসী এ ঘটনা থানায় জানালে পুলিশ এসে বাসা ঘিরে রাখে।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান বলেন, ঘটনা তদন্তের জন্য সিআইডির ক্রাইম সিনের টিম আসার জন্য বাসায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সিআইডি ও পিবিআই টিমের তদন্তের কাজ চলমান আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তদন্ত টিম কাজ করছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।