মাঙ্কিপক্স রোগী শনাক্ত করা কঠিন, দাবি মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞদের 

মাঙ্কিপক্স রোগী শনাক্ত করা কঠিন, দাবি মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞদের 
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমানে শনাক্ত হওয়া মাঙ্কিপক্সের ক্ষেত্রে স্বাভাবিক লক্ষণগুলো দেখা যায় না। আর তাই এ রোগে আক্রান্ত রোগী শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।স্থানীয় সময় শুক্রবার(১০ জুন) যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা এমন তথ্য জানান।  যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলছে, এ রোগের বিস্তার রোধে রোগী শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ।  সিডিসির প্রধান রোচেল ওয়ালেনস্কি বলেন, আমরা মাঙ্কিপক্সের হাল উপসর্গ দেখতে পাচ্ছি। আবার কিছু সময় একজন রোগীর শরীরে কিছু অংশে লক্ষণ দেখা দেয়। যা আফ্রিকায় পাওয়া লক্ষণগুলো থেকে আলাদা।   তিনি আরও বলেন,  বর্তমানে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীদের জ্বর হওয়া, শরীরে ব্যথা এবং গ্রন্থি  ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা যাচ্ছে না। এ বিষয়টি উদ্বেগ সৃষ্টি করেছে।  এমনক্ষেত্রে কিছু সময় ঠিকঠাকভাবে রোগী শনাক্ত নাও হতে পারে।  সিডিসির প্রধান জানান, মাঙ্কিপক্সের লক্ষণ কিছু সময় যৌন সংক্রমিত রোগের মতো হতে পারে। এতে ভুল চিকিৎসার সম্ভাবনা রয়েছে।  যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪৫ জন মাঙ্কিপক্স রোগী শনাক্ত করা হয়েছে। এ রোগে দেশটিতে এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি