সাকিব অধিনায়ক, সহঅধিনায়ক লিটন

সাকিব অধিনায়ক, সহঅধিনায়ক লিটন
বাংলাদেশ দলের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। তার সঙ্গে লিটন দাসকে করা হয়েছে সহ অধিনায়ক। বৃহস্পতিবার বোর্ড সভার পর এই সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।এর আগে টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন মুমিনুল হক।  গত ৩১ মে নাজমুল হাসানের সঙ্গে বৈঠকের পর টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।  এরপর টেস্টে মুমিনুলের স্থানে কাকে বসানো যায় বা আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মুমিনুলের কাঁধেই দায়িত্ব রাখা যায় কি না সেই সিদ্ধান্ত হয় আজকের (২জুন) বোর্ড মিটিংয়ে। যেখানে নতুন অধিনায়ক করা হয়েছে সাকিবকে।মাশরাফি বিন মুর্তজার চোটে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে অধিনায়কত্ব পান সাকিব। ১৩ মাস দলের নেতৃত্বে ছিলেন তিনি। এ সময় তাঁর নেতৃত্বে ৯ টেস্টে এক জয় (২০০৯ সালে সেন্ট জর্জেস টেস্ট)। ২০১১ সালে হারারেতে জিম্বাবুয়ের কাছে ১৩০ রানে হেরে অধিনায়কত্ব হারান সাকিব।  ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরের পর মুশফিকুর রহিম নেতৃত্ব হারালে আবার অধিনায়ক হন সাকিব। অধিনায়কত্বের এ পর্বে ৫ টেস্টে সাকিবের ঝুলিতে ২ জয়। দুটিই ঘরের মাঠে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি