চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার এলাকায় দ্রুতগামী বিআরটিসির বাস ও মিনি ট্রাকের সংঘর্ষে ট্রাকের দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ট্রাকের মালিক ফুল মিয়া ও চালক মেহেদী হাসান।সোমবার (১০ জানুয়ারি) দুপুরে কচুয়া-গৌরিপুর সড়কের শিমুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সাচার এলাকার সেলিম হোসেনের ছেলে সজীব (২২) ও একই এলাকার মো. আনোয়ারের ছেলে আতিক (১৪)।স্থানীয় মাসুদ রানা বলেন, মিনি ট্রাকটি সাচার থেকে তেগুরিয়ার দিকে যাচ্ছিল। পথে শিমুলতলায় এলে মিনি ট্রাকের সঙ্গে ঢাকাগামী বিআরটিসির একটি বাসের সংঘর্ষ হয়। এতে মিনি ট্রাকটি উল্টে পাশের খালে পড়ে গেলে ঘটনাস্থলেই এর শ্রমিক সজীব ও আতিক নিহত হন। ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে কচুয়া সাচার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে দুই মরদেহ উদ্ধার করে। এছাড়া স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের মালিক ও চালককে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন বিষয়টি জানান, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।