বিনোদন ডেস্ক : আলোচিত-সমালোচিত টিকটকার ইয়াছিন আরাফাত ওরফে অপু ভাইকে অভিনয়ে এনে ছুড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। চার মাস বসিয়ে রেখে তাকে কোনো কাজ না দেওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও দাবি করেছেন।২০২১ সালের আগস্টে এই কিশোরকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দেন পরিচালক অনন্য মামুন। ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’ নামের সিরিজটিতে নরসুন্দর থেকে সামাজিক মাধ্যমে তুমুল পরিচিতি পাওয়া অপুকে দেখা যাবে বলেও জানানো হয়।কিন্তু অপু একটি লাইভ অনুষ্ঠানে এসে সরাসরি পরিচালকের বিরুদ্ধে কথা না বললেও পরোক্ষভাবে অনন্য মামুনকে নানা প্রশ্নের তীরে বিদ্ধ করেন। এ সময় অপু জানান, পরিবারকে চালাতে হয় তাকে, তার পরেও চার মাস বসিয়ে রাখায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি।এদিকে পাল্টা অভিযোগ করে অনন্য মামুন বলেন, ‘বিষয়টি তেমন নয়। আমি তাকে নিয়ে এসেছি, যে সম্মানটা দিতে চেয়েছি ও সেটা নিতে পারেনি। ওর সঙ্গে আমার যে চুক্তি হয়েছিল, ওই চার মাসের মধ্যে কোথাও কোনো কাজ করতে পারবে না। কিন্তু দেখা গেল চুক্তির পরপরই অন্যত্র মিউজিক ভিডিও করে বেড়াচ্ছে। যদি এটাই করে, তাহলে আমি তাকে নিয়ে কী এক্সক্লুসিভ দেবো?’ইয়াসিন আরাফাত অপু ওরফে অপুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। সেখান থেকে লাইকি অ্যাপ ও টিকটকের মাধ্যমে পরিচিতি পান তিনি।এর আগে একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত আদনান আল রাজীবের ‘ইউটিউমার’-এ এক ঝলক দেখা গিয়েছিল অপু ভাইকে। ২০২০ সালে রাজধানীর উত্তরায় সড়কে মারামারির ঘটনায় টিকটকার অপু ভাইকে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি।