নকল প্রসাধনী তৈরি

নকল প্রসাধনী তৈরি

বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের নকল প্রসাধনী পণ‍্যের তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে পুরান ঢাকার চকবাজারে মৌলভীবাজারের তাজমহল টাওয়ারে অভিযান চালিয়ে পাঁচ জনকে ২৫ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড দিয়েছে র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর থেকে চকবাজার ও ৬/১০ চম্পাটুলি লেন এলাকায় এই অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব-১০ ও বিএসটিআই’র সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানের নের্তৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মৌলভীবাজারের তাজমহল টাওয়ারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় সেখানে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের পণ্য নকল তৈরি করছিল। এসময় অপরাধের দায়ে ৫ জনের প্রত্যেককে ২ বছর করে কারাদণ্ড ও ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার নির্দেশ দেয়া হয়।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বেইলি রোডে আগুন: ভবনের ব্যবস্থাপকসহ চারজন রিমান্ডে

ঢাকা-৪ আসনের গেজেট প্রকাশ স্থগিত থাকবে: হাইকোর্ট