আল্লু অর্জুনের পারিশ্রমিক কত?

আল্লু অর্জুনের পারিশ্রমিক কত?
বিনোদন ডেস্ক : তেলুগু সিনেমার জনপ্রিয় তারকা আল্লু অর্জুন ১৯৮৫ সালে রুপালি জগতে নাম লেখান। তার অভিনীত প্রথম সিনেমা ‘বিজেতা’।তবে কেন্দ্রীয় চরিত্রে প্রথম অভিনয় করেন ২০০৩ সালে।  ‘গ্যাংওরতি’ সিনেমায় অভিনয়ের পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি আল্লু অর্জুনকে। এরপর ক্যারিয়ারে বহু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেতা। বর্তমানে একটি সিনেমায় অভিনয় করতে কত পারিশ্রমিক নেন এ অভিনেতা?ভারতের সংবাদমাধ্যম জানায়, আগে প্রতি সিনেমায় অভিনয়ের জন্য ১০ থেকে ১২ কোটি রুপি পারিশ্রমিক পেতেন আল্লু অর্জুন। তবে বর্তমানে দক্ষিণের এই অভিনেতা একটি সিনেমায় অভিনয় করতে ভারতীয় ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নেন।  ‘আলা বৈকুন্ঠপুরামলো’ সিনেমার সাফল্যের পর এই অভিনেতা তার পারিশ্রমিক তিনগুণ করে নিয়েছেন।  মুক্তির অপেক্ষায় রয়েছে আল্লু অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্প: দ্য রাইজ পার্ট ওয়ান’। চলতি বছরের ১৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এ তে আরও অভিনয় করেছেন ফাহাদ ফাসিল ও রশ্মিকা মন্দানা।জানা গেছে, ট্রাক ড্রাইভার পুষ্প রাজের ভূমিকায় অভিনয় করেছেন আল্লু অর্জুন। শ্রীভাল্লির ভূমিকায় অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা। একসঙ্গে তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি