অনিয়মের অভিযোগে হাইকোর্টের দুই কর্মকর্তা  বরখাস্ত

অনিয়মের অভিযোগে হাইকোর্টের দুই কর্মকর্তা  বরখাস্ত

ঢাকা: অসদাচরণ, দুর্নীতি ও অফিস শৃঙ্খলা পরিপন্থী কাজ করার গুরুতর অভিযোগ এনে হাইকোর্ট বিভাগের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন- প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ ও মো. সেরাজুল ইসলাম।

এ দু’জন এফিডেভিট কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (২১ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, তাদের সাময়িক বরখাস্ত করে ২০ আগস্ট আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ, হাইকোর্ট ডিভিশন এমপ্লয়িজ (ডিসিপ্লিন অ্যান্ড আপিল) রুলস, ১৯৮৩ এর ২ (৪) বিধির সঙ্গে পঠিত ৩ (বি) (সি) বিধি মতে অসদাচরণ, দুর্নীতি ও অফিস শৃঙ্খলা পরিপন্থী এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের অভিযুক্ত করে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো গুরুতর হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত  করা হলো।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি