অস্ট্রেলিয়া-উইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় আফগানরা

অস্ট্রেলিয়া-উইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় আফগানরা

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে ভারত। আর এই বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিজাতি টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

 

তিন দেশের ক্রিকেট বোর্ড এই ত্রিজাতি সিরিজের ব্যপারে মৌখিকভাবে সম্মতও হয়েছে এবং তারা টুর্নামেন্টের জন্য ভেন্যু এবং সূচিও জানিয়ে দেবে নিকট ভবিষ্যতে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নাজিম জার আব্দুলরহিমজাই বলেন, ‘ভারত বিশ্বকাপের আগে এই সিরিজ আয়োজন করা হবে। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়াকে নিয়ে হবে ত্রিজাতি সিরিজ। ’

২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার মাটিতে। কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়েছে ২ বছর। তার আগে ভারত ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাংলাদেশি কর্মীদের বেতন না দিয়ে শাস্তির মুখে মালয়েশিয়ান কোম্পানি

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ দল