চট্টগ্রাম: সাদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য ও জিরি সুবেদার গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ লোকমান হাকিমের মৃত্যুতে শোকসহ নানা কর্মসূচি পালন করেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। প্রয়াত এ গুণী ব্যক্তিত্বের স্মরণে তার কর্ম ও জীবন নিয়ে বিশেষ আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।সম্প্রতি উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ স্মরণসভায় অনলাইনে যুক্ত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, উপ-উপাচার্য প্রফেসর এম মহিউদ্দিন চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধান, শিক্ষকসহ কর্মকর্তারা।স্মরণসভায় বক্তারা বলেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক লোকমান হাকিমের মৃত্যু সাদার্ন ইউনিভার্সিটির জন্য অপূরণীয় ক্ষতি। তার মতো ব্যক্তিত্বরা এগিয়ে এসেছিলেন বলে চট্টগ্রামের বুকে সাদার্ন ইউনিভার্সিটি মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সূচনা হয়েছিলো। উচ্চশিক্ষার প্রসারে লোকমান হাকিমের চিন্তা চেতনার ধারা অব্যাহত রেখে তার অবদান স্মরণীয় করে রাখবে সাদার্ন পরিবার। তিনি সবসময় বেঁচে থাকবেন হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসায়।তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে লোকমান হাকিম সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন এবং যেকোনো উন্নয়ন কর্মকাণ্ডের পরামর্শক ছিলেন। ইউনিভার্সিটির অগ্রযাত্রায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন সহযোদ্ধাকে হারিয়ে পুরো সাদার্ন পরিবার শোকাহত। পরে প্রয়াত লোকমান হাকিমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।