আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে হারিকেন গ্রেসের আঘাতে আটজনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
রোববার (২২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। স্থানীয় সময় শনিবার (২১ আগস্ট) দিনের প্রথম ভাগে মেক্সিকোর পূর্বাঞ্চলীয় উপকূলে ক্যাটাগরি ৩ শক্তি নিয়ে আঘাত হানে সামুদ্রিক ঝড়টি। এর আঘাতে মারা যাওয়া আটজনের মধ্যে সাতজনই ভেরাক্রুজ রাজ্যের জালাপার বাসিন্দা। অন্যজন পোজারিকার।এ ঘটনায় মেক্সিকোর জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, আঘাতের সময় গ্রেসের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় অন্তত ১২০ কিলোমিটার। এদিকে প্রবল বর্ষণ ও জলোচ্ছ্বাসের কারণে বিভিন্ন এলাকায় পানি জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যার ফলে ভূমিধসের সম্ভবনা রয়েছে।ভেরাক্রুজের গভর্নর কুইতলাহুক গার্সিয়া জিমেনজি এক সংবাদ সম্মেলনে বলেন, ভেরাক্রুজ, পুয়েবলা, টাক্সালা, হিডালগো, নরদার্ন, কুয়েরেত্রো ও পূর্বাঞ্চলীয় স্যান পোতোসি এলাকাগুলো সপ্তাহজুড়ে বন্যা ও ভূমিধসের হুমকিতে থাকতে পারে। আগামী দিনগুলোতে এসব এলাকায় ৬ থেকে ১২ ইঞ্চি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখিত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি থাকবে।তিনি আরও বলেন, ইতোমধ্যেই আমরা স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছি। গ্রেসের আঘাতে দেশটিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।