কমল জানান, ‘বইটি অনেক কারণেই বিশেষ বই হতে যাচ্ছে। বইটি লেখতে তাকে সহায়তা ও অনুপ্রাণিত করেছেন চন্দ্রিমা পাল ও দিবাকর ঘোষ। ‘মিঠুন চক্রবর্তী, দ্য দাদা অব বলিউড’র প্রচ্ছদ করেছেন ভিকি ইন্দানি। এটি রুপা বুকসের ব্যানারে প্রকাশ হবে। পরে বইটি অ্যামাজন, ফ্লিপকার্টসহ ভারতের শীর্ষস্থানীয় বইয়ের দোকানে পাওয়া যাবে। ’
প্রসঙ্গত, মৃণাল সেনের ‘মৃগয়া’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৭৬ অভিষেক ঘটে মিঠুন চক্রবর্তীর। এ সিনেমার মাধ্যমে সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। এ পর্যন্ত ৩০০-এর অধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন মিঠুন। এছাড়াও বাংলা, পাঞ্জাবী, তেলেগু, ওড়িয়া, ভোজপুরী চলচ্চিত্রে দেখা গেছে তাকে। রাজনীতিতেও নাম লিখিয়েছেন তিনি।