বিনোদন ডেস্ক : প্রতি বছর ঈদুল আযহায় চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তি উদ্যোগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) পশু কোরবানি দিতে দেখা যায়। তবে করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে এবছর তা নিষিদ্ধ করা হয়েছে। এই সংক্রান্ত একটি নোটিস বিএফডিসির বিভিন্ন ভবনের দেয়ালে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বিএফডিসির সহকারী পরিচালক (সিকিউরিটি ইনচার্জ) আমিনুল করিম খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।তিনি জানান, এ বছর বিএফডিসি ভেতরে কোরবানির পশু প্রবেশ ও জবাই কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আমিনুল করিম বলেন, কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত ৭ দিন আগে নিয়েছে। কোরবানি দিলে একাধিক স্থানে নোংরা আবর্জনায় ভরে যায় ও দুর্গন্ধ ছড়ায়। এ জন্যই এমন সিদ্ধান্ত। এদিকে, চিত্রনায়িকা পরীমনিসহ পরিচালক সমিতি ও শিল্পী সমিতির পক্ষ থেকেও বিএফডিসিতে গরু কোরবানির প্রস্তুতির কথা শোনা যাচ্ছিল। তবে এ বিষয় আবেদন করলেও কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান আমিনুল করিম।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।