প্রধানমন্ত্রীর নজরে ফেব্রুয়ারি-মার্চ

প্রধানমন্ত্রীর নজরে ফেব্রুয়ারি-মার্চ
ঢাকা: করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফেব্রুয়ারি মাস দেখে মার্চ মাসে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (৩০ জানুয়ারি) পৌনে ১১টায় ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ এবং ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নিজের আশাবাদের কথা জানান।শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস আমরা যেভাবে নিয়ন্ত্রণে রাখছি, সবাই যদি আরেকটু নিয়ম মেনে চলেন, তাহলে আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পারব এবং খুব দ্রুতই আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো। আগামী মার্চ মাস আমরা দেখবো,  কারণ মার্চ মাসেই ব্যাপকহারে করোনা ভাইরাস শুরু হয়েছিল। যেহেতু মার্চ মাসে করোনা ভাইরাস ব্যাপকহারে শুরু হয়েছিল, তাই আমরা ফেব্রুয়ারি মাস নজরে রাখবো, যদি ফেব্রুয়ারি মাসে অবস্থা ভালো থাকে, পরবর্তীতে সীমিত আকারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে আমাদের ছেলে মেয়েরা, শিক্ষার্থীরা যেন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়য়ে যেতে পারে সেই ব্যবস্থা আমরা নেব। এই ধরনের চিন্তাভাবনা আমাদের আছে। যত দ্রুত পারি আমরা এ ব্যবস্থা নেবো। এজন্য সবাইকে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা মেনে চলা, করোনা ভাইরাস মোকাবিলায় যা যা ব্যবস্থা আছে, গ্রহণ করা। সেই সাথে করোনার ভ্যাকসিনতো সবাই পেয়ে যাবেন, সেই জন্য সবাইকে মানসিকভাবে তৈরি থাকা।  ‘আপনারা জানেন আমরা ইতোমধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন ক্রয় করে ফেলেছি। করোনা ভাইরাস মোকাবিলায় যত ধরনের পদ্ধতি আছে, সবই আমরা প্রয়োগ করে যাচ্ছি। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। যখন থেকে করোনা ভাইরাসের ভ্যাকসিনের গবেষণা শুরু হয়েছিল, তখন থেকেই আমরা আগাম টাকা দিয়ে ভ্যাকসিন বুক করে রেখছিলাম যে, যখনি এটা আবিষ্কৃত হবে এবং বিশ্বস্বাস্থ্য সংস্থা অনুমোদন দেবে সাথে সাথে আমরা যেন সেটা আনতে পারি, প্রয়োগ করতে পারি। ইতোমধ্যে আমরা করোনার ভ্যাকসিন দেওয়া শুরু করেছি। আমি ইতোমধ্যে নির্দেশ দিয়েছি, আমাদের যারা শিক্ষক, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়য়ে যারা কর্মরত তাদেরও যেন করোনা ভাইরাসের ভ্যাকসিন দ্রুত দেওয়া হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজাদ কাশ্মীরে বিক্ষোভ, নিহত ৪

বিএনপি ইসরায়েল-নেতানিয়াহুর দোসর: পররাষ্ট্রমন্ত্রী