কুষ্টিয়ায় প্রকাশ্যে গুলি, নিহত তিন

কুষ্টিয়ায় প্রকাশ্যে গুলি, নিহত তিন
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে প্রকাশ্যে অস্ত্রধারীর গুলিতে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন।  রোববার (১৩ জুন) সকাল ১১টায় এ হামলার ঘটনা ঘটে।এ ঘটনায় পুলিশ হামলাকারীকে আটক করেছে বলে জানা গেছে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।  কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসার পরে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনেই মারা যান। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ এর মধ্যে। শিশুটির বয়স ৪ বছর। তবে কারো নাম পরিচয় এখনো জানা যায়নি।কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি