আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থীসহ দুইজনকে জরিমানা

আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থীসহ দুইজনকে জরিমানা
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার শিবচরে আচরণবিধি ভঙ্গ করায় এক চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  শনিবার (১২ জুন) রাতে নির্ধারিত সময়ের পরেও অসংখ্য লোকজন নিয়ে বৈঠক করায় উপজেলার কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিএম জাহাঙ্গীর হোসেনকে এ জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার রাতে নির্বাচনী আচরণবিধি না মেনে কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিএম জাহাঙ্গীর হোসেন অসংখ্য লোকজন নিয়ে উঠান বৈঠক করছিলেন। এমন খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টিম ঘটনাস্থলে যায়। এ সময় অসংখ্য লোকজন জড়ো করে বৈঠক করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এর আগে বিকেলে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম শিকদারের সমর্থক আলামিয়া শিকদারের বাড়িতে ভোজের আয়োজন করে লোকজন জড়ো করার অপরাধে ওই সমর্থককেও ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, নির্বাচনে কেউই আচরণবিধি ভঙ্গ করতে পারবে না। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ব্যবস্থা নেওয়া হবে। সব ধরনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেতে হবে।তিনি আরো বলেন, শনিবার বিকেল এবং রাতে দুই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীসহ দুইজনকে আচরণবিধি ভঙ্গের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সিন্ডিকেটের কারনে আলুর দামের উর্ধ্বগতি

এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়ার সেবায় মুগ্ধ ঠিকাদারসহ মাদারীপুরবাসী