ঋণ নির্ভর বাজেটে জনগণের জন্য সুখবর নেই: লেবার পার্টি

ঋণ নির্ভর বাজেটে জনগণের জন্য সুখবর নেই: লেবার পার্টি
নিজস্ব প্রতিবেদক : ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও  ভারপ্রাপ্ত মহাসচিব ফারুক রহমান বলেছেন, বাজেটের নামে গরিবের সম্পদ ভাগবাটোয়ারা করে লুটেপুটে খাচ্ছে সরকার। ঘোষিত বাজেটে গরিব, বেকার, কর্মহীন মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের জন্য কোনো সুখবর নেই।এতে ধনী গরিবের শ্রেণি বৈষম্য আরো বাড়বে।  শুক্রবার (৪ জুন) এক যৌথ বিবৃতিতে তারা এসব কথা বলেন।বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ইরান ও  ভারপ্রাপ্ত মহাসচিব ফারুক বলেন,  প্রস্তাবিত এ বাজেটে দুই লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকার বিশাল অঙ্কের ঘাটতি রয়েছে। এ ঘাটতি মেটাতে দেশ-বিদেশ থেকে চড়া সুদে ঋণ নিতে হবে দুই লাখ ১৫ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে তিন লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা কোনোভাবেই অর্জন সম্ভব নয়। এ বাজেটে সাধারণ জনগণের কোনো কল্যাণ হবে না। এ বাজেট জনগণের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন