১৯ দেশের নাগরিকদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন প্রত্যাহার করল ব্রিটেন

১৯ দেশের নাগরিকদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন প্রত্যাহার করল ব্রিটেন

ব্রিটেনে গিয়ে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে না ১৯ দেশের নাগরিকদের। করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসারে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিয়ে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। তবে গ্রিস ও জার্মানিতে ফের নতুন করে কোভিড প্রাদুর্ভাবের কারণে এ দুটি দেশের নাগরিকদের জন্য কোয়ারেন্টাইন আরোপ অব্যাহত রয়েছে।

গ্রিসে গত বুধবার নতুন করে ২৬২ জন কোভিডে আক্রান্ত হন।

যেসব দেশের নাগরিকদের ব্রিটেনে আসার ক্ষেত্রে কোয়ারেন্টাইন আরোপ তুলে নেয়া হয়েছে সেগুলো হলো- ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জিব্রাল্টার, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুনিয়া, লিচেনস্টেইন, নরওয়ে, পোল্যান্ড, সান মারিনো, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া।

এ ছাড়া বলকান জাতিগুলোর জন্য কোয়ারেন্টাইন এখনও বাধ্যতামূলক রেখেছে ব্রিটেন।

গত বুধবার ফ্রান্সে ফের ২ হাজার ৫২৪ জন কোভিডে আক্রান্ত হন। শনিবার থেকে নেদারল্যান্ড, মোনাকো, মাল্টা, আরুবার নাগরিকদের জন্য কোয়ারেন্টাইন আরোপ করেছে ব্রিটেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন নাছির

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে