ঢাকা: করোনার মহামারির প্রকোপ বেড়ে যাওয়ার কারণে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে উদ্ধৃত করে ‘৭ দিন সাধারণ ছুটি সংক্রান্ত’ খবরটি ভুয়া বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।রোববার (২১ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু টেলিভিশন চ্যানেলের স্ক্রলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের সাতদিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে।এই বক্তব্যটি সর্বাংশে মিথ্যা ও দুঃখজনক বলে সচিব জানিয়েছেন।
নিউজ স্ক্রলটি অনতিবিলম্বে সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।গত বছর দেশে করোনা সংক্রমণের পর ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোঘণা করা হয়েছিল। সেই ছুটি কয়েক দফা বাড়িয়ে চলে টানা ৬৬ দিন। আর শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ মার্চ থেকে ছুটি শুরু হয়। আগামী ৩০ মার্চ থেকে স্কুল-কলেজ এবং ২৪ মে থেকে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কথাও রয়েছে। তবে করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি উঠেছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।