মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনাসভা 

মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনাসভা 
প্রণব কুমার সাহা, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদারীপুরের সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুরের সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাসুদ আলম । অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুসরাত আজমেরী হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান, পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী নুরুল আলম বাবু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার প্রমুখ । এছাড়া মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন, সহকারি কমিশনার (ভুমি) খাদিজা আক্তারসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে আচমত আলী খান স্টেডিয়াম পর্যন্ত স্বাধীনতা যাত্রা অনুষ্ঠিত হয়। পরে মুক্ত আকাশে পায়রা উড়িয়ে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান ।

Leave a reply

Minimum length: 20 characters ::