স্পোর্টস ডেস্ক : ভারতে চলমান ‘রোড সেফটি ওয়ার্ল্ড টুর্নামেন্ট’-এ বাংলাদেশ লিজেন্ডসের হয়ে খেলছেন মোহাম্মদ শরীফ। সেখান থেকেই দূরারোগ্য ব্যধি লিভার সিরোসিসে আক্রান্ত ভাইয়ের জন্য সাহায্য চাইতে গিয়ে কাঁদলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।শরীফের বড় ভাই জিয়াউর রহমানকে সুস্থ করার জন্য জরুরি ভিত্তিতে লিভার ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন। কিন্তু ডোনার মিলছে না। জানা গেছে, জিয়াউরের ব্লাড গ্রুপ ‘বি পজেটিভ। ভারত থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে অসুস্থ বড় ভাইয়ের জন্য সাহায্য চেয়ে কান্নায় ভেঙে পড়েন শরীফ।ভিডিও বার্তায় শরীফ বলেন, ‘’আমি ক্রিকেটার মোহাম্মদ শরীফ, আপনাদের কাছে একটি আকুল আবেদন নিয়ে এসেছি। আমার বড় ভাই অনেক দিন ধরেই লিভার সিরোসিসে যন্ত্রণায় ভুগছেন। তার চিকিৎসার জন্য লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে। খুব দ্রুতই ট্রান্সপ্লান্ট করাতে হবে। নাহলে আমরা তাকে জীবিত পাব না। ‘শরীফ আরও বলেন, ‘কেউ কি আছেন এই মুহূর্তে আমাদের একটা লিভার দান করবেন? কেউ কি আমাদের পাশে এসে দাঁড়াবেন? দয়া করে কেউ যদি সাহায্য করেন, আমরা সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। অনুগ্রহ করে আমার ভাইকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করুন। ‘ ভিডিও বার্তায় ডোনারদের এই দুই মোবাইল নম্বরে (01301377602, 01796720816) যোগাযোগের আহবান জানান শরীফ।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।