সৌদিতে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

সৌদিতে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
ঢাকা: সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।রোববার (৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।এতে উল্লেখ করা হয়, সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ ও ১৭ ফেব্রুয়ারি হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালায়। এতে বিমানবন্দরের এয়ারক্রাফট ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ এ ঘটনার তীব্র নিন্দা জানায়। একইসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশ এ ঘটনায় সৌদি আরবের সঙ্গে সংহতি জানাচ্ছে। হুতি বাহিনীর এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে। এছাড়া এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

নির্বাচনে মন্ত্রী-এমপিরা অন্যায় হস্তক্ষেপ করবেন না: সমাজকল্যাণমন্ত্রী নির্বাচনে মন্ত্রী-এমপিরা অন্যায় হস্তক্ষেপ করবেন না: সমাজকল্যাণমন্ত্রী

দেশের রিজার্ভ কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন