অপরাজনীতির নির্মম বলি সাংবাদিক মুজাক্কির: ন্যাপ

অপরাজনীতির নির্মম বলি সাংবাদিক মুজাক্কির: ন্যাপ
ঢাকা: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সরকারি দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ এবং তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া বলেছেন, এ হত্যার দায় কার? সাংবাদিক মুজাক্কিরের মৃত্যুতে কী জবাব দেবে সরকার? তার পরিবারকে কী বলে সান্ত্বনা দেওয়া হবে?’সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতারা এসব কথা বলেন।তারা বলেন, ‘অশান্ত হয়ে ওঠা কোম্পানীগঞ্জে বিবদমান দুই পক্ষের অপরাজনীতির নির্মম বলি হয়েছেন তরুণ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির।ওই ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার বিকল্প নাই। অন্যদিকে, লাশ নিয়ে যেন কেউ কোনো ধরনের রাজনীতি করতে না পারে সেদিকে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ’নেতারা বলেন, ‘সারা দেশে এর আগেও অনেক সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। সেসবের সুষ্ঠু বিচার না হওয়ায় এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। অপরাজনীতির শিকার হয়ে নিহত ও নির্যাতনের শিকার সাংবাদিকদের পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। সাংবাদিক হত্যায় বিচার না হওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। সাংবাদিক হত্যার দুই-তৃতীয়াংশই ঘটেছে তাদের পেশাগত কাজের কারণে। বিচার না হওয়ার সংস্কৃতি, তদন্তে ধীরগতি, তদন্ত না হওয়া উদ্বেগের।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দীর্ঘ ৩১ দিন পর কয়লা নিয়ে জাহাজ ভিড়লো মাতারবাড়ীতে, বিদ্যুৎ উৎপাদনে আশার আলো

সীতাকুণ্ডের আবুল খায়ের ষ্টীলের ছিনতাই হওয়া লোহা বোঝাই ট্রাক বায়েজিদ ষ্টীল থেকে উদ্ধার