ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে দেশটির জাতীয় সংসদে গত বছর একটি বিল পাস হওয়া সত্ত্বেও সেখানে সামরিক ঘাঁটি বাড়াচ্ছে আমেরিকা। ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে এই সামরিক ঘাঁটি বাড়ানোর কাজ হচ্ছে।ইরাকের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে আল-আরাবি আল-জাদিদ গণমাধ্যম জানায়, কুর্দিস্তানের রাজধানী এরবিলের কাছে আল-হারির সামরিক ঘাঁটিতে সম্প্রসারণের কাজ করছে মার্কিন সেনারা এবং গত দুই মাস ধরে এই কাজ চলছে।ইরাকের গোয়েন্দা বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন বাহিনী সেখানে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র, গোলা-বারুদের গুদাম এবং সামরিক ব্যারাক প্রতিষ্ঠা করছে। ইরাকে সামরিক কর্মকর্তা আরো জানান যে, গত কয়েক মাস ধরে সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন বাহিনী যে অভিযান চালিয়েছে এ ঘাঁটি তার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।