স্পোর্টস ডেস্ক ; নিজের পঞ্চম ওভারে এসে বাজিমাত করলেন অভিষিক্ত হাসান মাহমুদ। ওভারের প্রথম দুই বলেই উইকেট তুলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেন।দলীয় ৩০তম ওভারে রোভম্যান পাওয়েলকে ২৮ রানে মুশফিকের ক্যাচে ফেরানের পর পরের বলে নতুন ব্যাটসম্যান রেইমন রেইফারকে এলবির ফাঁদে ফেলেন। এক ওভার পরেই ব্যক্তিগত ৪০ রানে থাকা কায়েল মায়ার্সকে লিটন দাশের ক্যাচে ফেরান মেহেদি হাসান মিরাজ। এরই ফলে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে উইন্ডিজের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১২২ রান।এর আগে উইকেটে শুরুটা করেছিলেন মোস্তাফিজুর রহমান। দুই ক্যারিবীয় ওপেনারকে একাই তুলে নিয়েছিলেন এই বাঁহাতি পেসার। এবার প্রায় দেড় বছর পর ওয়ানডে খেলতে নেমে এরইমধ্যে তৃতীয় উইকেটের দেখা পেলেন সাকিব আল হাসানও।নিজের চতুর্থ ও ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে উইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন সাকিব। এরপর নিজের পঞ্চম ওভারের চতুর্থ বলেই এনক্রুমাহ বোনেরকে (০) লেগ বিফোরের ফাঁদে ফেলেন বাঁহাতি স্পিনার। এর আগে তিনে নামা আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড করে প্রায় দেড় বছর পর ওয়ানডে উইকেটের দেখা পান বিশ্বসেরা অলরাউন্ডার। এটা আবার ঘরের মাটিতে তার ১৫০তম উইকেট।বুধবার (২০ জানুয়ারি) টসে জিতে ফিল্ডিং বেছে নেন টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বোলিংয়ে নেমে দুই ক্যারিবীয় ওপেনারকে বিদায় করেছেন মোস্তাফিজুর রহমান।