জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আজ রবিবার আনু মুহাম্মদ নিজেই এ তথ্য জানিয়েছেন।
আনু মুহাম্মদ বলেন, নমুনা পরীক্ষায় গতকাল আমার করোনা পজিটিভ রিপোর্ট আসে। জ্বর ও কাশি ছাড়া গুরুতর কোনো লক্ষ্মণ এখনো দেখা দেয়নি আমার।
এর আগে আনু মুহাম্মদের স্ত্রী শিল্পী বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হন। আনু মুহাম্মদ জানান, গত ২৮ জুলাই তার স্ত্রী শিল্পীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সেখান থেকে তাকে মুগদা হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি এখন অনেকটাই সুস্থ। তার ফুসফুসের পরীক্ষা করানোর পর সুস্থতার বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।