প্রথম ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ক্রিস্টিয়ানোর রোনালদোর ফলোয়ার ২৫০ মিলিয়নে পৌঁছেছে। ফলোয়ারে তিনি অন্যান্য পাবলিক ফিগার আরিয়ানা গ্রান্দে, ডোয়াইন জনসন তো বটে, পেছনে ফেলেছেন চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও।ইন্সটাগ্রাম পোস্টের পরিমাণ এবং ফুটবল ক্যারিয়ার নিশ্চিতভাবে সিআর সেভেনকে সাহায্য করেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইটটির ফলোয়ারের সংখ্যার চূড়ায় ওঠতে।ফলোয়ারের সংখ্যায় রোনালদোর পরে আছেন আরিয়ানা গ্রান্দে। ইন্সটগ্রামে ২১৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে এই মার্কিন গায়িকা ও অভিনেত্রীর। ২১০ মিলিয়ন ফলোয়ার নিয়ে তিনে আছেন ‘দ্য রক’ খ্যাত জনসন।এই জনসমর্থনের জন্য নিজের অফিসিয়াল ইন্সটগ্রামে এক ছবি পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন রোনালদো। জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গার লিখেছেন, ‘২৫০ মিলিয়ন, কী এক অবিশ্বাস্য সংখ্যা, সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই এই ভ্রমণের অংশ।’অন্যান্য জনপ্রিয় ফুটবলারদের মধ্যে লিওনেল মেসির ইন্সটাগ্রাম ফলোয়ার বর্তমানে ১৭৪ মিলিয়ন এবং নেইমারের রয়েছে ১৪৪ মিলিয়ন ফলোয়ার।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯১৩ জন। এ ছাড়া দেশে নতুন করে আরো ১ হাজার ৫৬৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৩৭২ জন। ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনিবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৩৮৬ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৬৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫১ জন সুস্থ হয়েছেন।