চট্টগ্রাম: গোয়েন্দা পুলিশ পরিচয়ে রিকশাচালকের কাছ থেকে মোবাইল-টাকা হাতিয়ে নেওয়ার দায়ে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ওই যুবকের নাম মো. ইমরান ওরফে গিয়াস উদ্দিন (৩২)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান দোভাষী বাজার এলাকার নাছিম খানের ছেলে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে নগরের নন্দনকানন এলাকায় প্রতারণার শিকার রিকশাচালক তাকে ধরে স্থানীয়দের সহায়তায় পুলিশের হাতে তুলে দেয়। মো. ইমরান ওরফে গিয়াস উদ্দিন (৩২) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লিচুবাগান দোভাষী বাজার এলাকার নাছিম খানের ছেলে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গত ১০ ডিসেম্বর রফিকুল ইসলাম নামে এক রিকশা চালককে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে ডিউটি করার কথা বলে তিন পুলের মাথা থেকে সিনেমা প্যালেসে যাবার জন্য ভাড়া করে ইমরান।
প্রায় চার ঘণ্টা ঘুরে সে ভাড়া না দিয়ে উল্টো রিকশা চালকের মোবাইল ফোন নিয়ে কথা বলার ফাঁকে সটকে পড়ে। এরপর থেকে রফিকুল নগরীর বিভিন্ন এলাকায় ইমরানকে খুঁজে বেড়াচ্ছিল। তিনি বলেন, মঙ্গলবার রাতে রিকশা চালক রফিকুল নন্দনকানন এলাকায় ইমরানকে দেখে চিনতে পারে। এসময় পথচারীদের সহায়তায় তাকে আটকে ফেলে রফিকুল। পথচারীরা মারধর শুরু করলে পুলিশ গিয়ে ইমরানকে থানায় নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেন রফিকুল।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।