আট জাহাজে ১৬৪২ রোহিঙ্গা ভাসানচরের পথে

আট জাহাজে ১৬৪২ রোহিঙ্গা ভাসানচরের পথে
চট্টগ্রাম: আটটি জাহাজে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা করেছে। নৌবাহিনী ও কোস্টগার্ডের তত্বাবধানে রোহিঙ্গাদের বহন করা জাহাজগুলো শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রাম ছেড়ে যায়। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে এ বিষয়ে কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পতেঙ্গা এলাকার বোট ক্লাব ঘাট, কোস্টগার্ড ঘাট ও রেডি রেসপন্স বাথ ঘাটে রাখা আটটি জাহাজে রোহিঙ্গাদের তোলা হয়।  এর আগে কক্সবাজারের উখিয়া থেকে নোয়াখালীর ভাসানচরে নিতে এসব রোহিঙ্গাদের ২০টি বাসে করে চট্টগ্রামে নিয়ে আসা হয়।ভাসানচর নিতে এসব রোহিঙ্গাদের বৃহস্পতিবার রাতে রাখা হয় বাংলাদেশ নৌবাহিনী রেডি রেসপন্স বাথ ও বিএএফ শাহীন কলেজ মাঠের অস্থায়ী ট্রান্সজিট ক্যাম্পে। রোহিঙ্গাদের নিয়ে আসা এসব বাসকে নিরাপত্তা দিয়ে চট্টগ্রাম পর্যন্ত এনেছে পুলিশ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজাদ কাশ্মীরে বিক্ষোভ, নিহত ৪

বিএনপি ইসরায়েল-নেতানিয়াহুর দোসর: পররাষ্ট্রমন্ত্রী