রমেক হাসপাতাল থেকে ৭ দালাল আটক 

রমেক হাসপাতাল থেকে ৭ দালাল আটক 

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের বিভ্রান্ত করে অর্থ নেওয়ার অভিযোগে সাত দালালকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিসি) সদস্যরা।  

রোববার (২০ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগসহ আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার উত্তম প্রসাদ পাঠক।

তিনি জানান, কিছু দালাল রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের বিভ্রান্ত করে অর্থ আদায়সহ হয়রানিমূলক নানা কর্মকাণ্ড চালিয়ে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার ডিবি পুলিশ হাসপাতালে অভিযান চালায়। এসময় হাসপাতালের ইমার্জেন্সির সামনে এবং মেডিক্যাল কলেজের প্রধান প্রবেশপথের সামনের রাস্তায় রোগী ও তাদের আত্মীয়স্বজনকে বাধাপ্রদান, মারমুখি আচরণ এবং ভয়-ভীতি দেখানোর অভিযোগে সাত দালালকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- দিনাজপুরের হাজিরহাট এলাকার আবুল কাশেম (৫০), পরশুরাম থানার অকিবউদ্দিনের ছেলে মো. রফিক (৪১), হাজিরহাট থানার তফেল উদ্দীনের ছেলে মো. আব্দুল মন্নাফ (৩৫), কোতোয়ালি থানার মৃত আনছার উল্লাহর ছেলে মো. দুলাল (৪৫), হাজিরহাট থানার মো. খোরশেদ আলম (৬৭), ধাপ কাকলী লেন এলাকার মৃত এলাহীর ছেলে মো. ইসরাফিল (৩২) এবং তারাগঞ্জ এলাকার এলাহী বকশের ছেলে মো. জাহেদুল ইসলাম (৪৫)। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

শিবচরে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ

জুলাই অলিম্পিয়াডে ল্যাপটপ বিজয়ী হলেন এস এম মঈন