এমন পরিস্থিতির মধ্যেই দেশটির শীর্ষ রোগতত্ববিদ ড. অ্যান্থনি ফাউচি সতর্ক করে বলেছেন, থ্যাংকসগিভিং ডে উপলক্ষ্যে নাগরিকদের ব্যাপক ভ্রমণের কারণে সংক্রমণ বাড়তে পারে।
গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বিপুল সংখ্যক নাগরিক ছুটি শেষে ভ্রমণের সময় স্বাস্থ্যবিধি না মানাতেই কয়েক সপ্তাহে ভয়াবহ আকারে সংক্রমণ দেখা দেবে।ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ২ লাখ ৭৩ হাজারের বেশি।