যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে: ফাউচি

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে: ফাউচি

করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। করোনায় সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের।

এমন পরিস্থিতির মধ্যেই দেশটির শীর্ষ রোগতত্ববিদ ড. অ্যান্থনি ফাউচি সতর্ক করে বলেছেন, থ্যাংকসগিভিং ডে উপলক্ষ্যে নাগরিকদের ব্যাপক ভ্রমণের কারণে সংক্রমণ বাড়তে পারে।

গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বিপুল সংখ্যক নাগরিক ছুটি শেষে ভ্রমণের সময় স্বাস্থ্যবিধি না মানাতেই কয়েক সপ্তাহে ভয়াবহ আকারে সংক্রমণ দেখা দেবে।ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ২ লাখ ৭৩ হাজারের বেশি।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি