আন্তর্জাতিক ডেস্ক : ট্রায়ালে বিশ্বে সবচেয়ে বেশি সফলতা পাওয়া করোনা ভ্যাকসিনের জরুরি প্রয়োগের অনুমোদন পেতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে আবেদন করছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার ও তাদের সহযোগী প্রতিষ্ঠান জার্মানির বায়োএনটেক। এটা করোনা ভাইরাস মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শুক্রবার (২০ নভেম্বর) এ আবেদন করেছে প্রতিষ্ঠান দু’টি। খবর বিবিসি এবং সিএনএনের।চূড়ান্ত ট্রায়ালে প্রমাণিত হয়, এ ভ্যাকসিন করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ৯৫ শতাংশ কার্যকর। এখন এফডিএ সিদ্ধান্ত দেবে এ ভ্যাকসিন প্রয়োগ করার জন্য নিরাপদ কিনা। তবে এটা স্পষ্ট না যে তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে সিদ্ধান্ত জানাতে এফডিএ কতদিন সময় নেবে।
মার্কিন সরকার আশা করছে, ভ্যাকসিনটি প্রয়োগের চূড়ান্ত অনুমোদন পেতে ডিসেম্বর মাসের প্রথমার্ধ পর্যন্ত সময় লাগতে পারে। একটি ট্রায়ালে দেখা যায়, ৬৫ বছরের বেশি বয়সীদের ওপর এ ভ্যাকসিন ৯৪ শতাংশ কাজ করেছে। ব্রিটেন অলরেডি এ ভ্যাকসিনের ৪ কোটি ডোজ প্রি-অর্ডার করেছে এবং বছরের শেষের দিকে অন্তত ১ কোটি ডোজ পাওয়ার আশা করছে। জুন মাসের পর দু’দিন আগে যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে মৃত্যু ২ হাজার ছাড়ানোয় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে এবং ভ্যাকসিনটি প্রয়োগের বিষয়টি জোরালোভাবে সামনে এসেছে। ফাইজার ছাড়াও আরেক মার্কিন কোম্পানি মর্ডানা এবং রাশিয়ার স্পুটনিক ৯০ থেকে ৯৫ শতাংশ কার্যকর ভ্যাকসিন উদ্ভাবনের দাবি জানিয়ে আসছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।