লালপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

লালপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক :  নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে ট্রেনে কাটা পড়ে মমতাজ উদ্দিন (৬৭), জমির উদ্দিন (৭০) ও সাথী বেগম (৩২) নামে তিনজন নিহত হয়েছেন।শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার নারায়নপুর  সিগন্যাল এলাকায় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।নিহতরা হলেন- উপজেলার কেশবপুর গ্রামের মৃত দেছের আলীর ছেলে মমতাজ উদ্দিন, একই উপজেলার নারায়নপুর গ্রামের মৃত পাঁচু শেখের ছেলে জমির উদ্দিন ও একই গ্রামের মনজুর রহমানের মেয়ে সাথী বেগম।জানা গেছে, শনিবার দুপুর পৌনে ১টার দিকে গোপালপুর পৌরসভার গোপালপুর রেলগেট থেকে ২০০ গজ পশ্চিমে দুইটি ট্রেন ক্রসিং করছিল। এ সময় একটি ট্রেন পার হয়ে অপর একটি লাইন ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই তিনজন। তখন পেছন দিক থেকে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাটা পড়ে তাদের মৃত্যু হয়।ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহির রঞ্জন দেব ও গোপালপুর রেলওয়ে স্টেশনে কর্তব্যরত পোটার মো. রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।ওসি নিহির রঞ্জন দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু