আশ্রয়শিবিরে গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত

আশ্রয়শিবিরে গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত

কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ বলেন, সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে রোহিঙ্গাশিবিরের ভেতরে থাকা বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা গাজী সালাউদ্দিন বলেন, উখিয়া থানা-পুলিশ ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার নির্দেশনা

সলঙ্গায় সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ, থানায় মামলা