বিএনপির ছয় শূন্য আসনে তফসিল হতে পারে রোববার

বিএনপির ছয় শূন্য আসনে তফসিল হতে পারে রোববার

নিউজ ডেস্ক বিএনপির ছয় সদস্য পদত্যাগ করায় একাদশ জাতীয় সংসদের শূন্য ছয় আসনের নির্বাচনের তফসিল হতে পারে আগামী রোববার (১৮ ডিসেম্বর)। এক্ষেত্রে জানুয়ারির শেষের দিকে হতে পারে ভোট।বুধবার (১৪ ডিসেম্বর) কমিশন সভার অফিস আদেশ জারি করেছে নির্বাচন কমিশন। এতে বলা হয়েছে, ইসির সভাকক্ষে রোববার বেলা ১১টায় সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।অফিস আদেশে উক্ত সভায় ছয় শূন্য আসন নিয়ে আলোচনা হবে বলে উল্লেখ করা হয়েছে।উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলপবাগ মাঠে আয়োজিত সমাবেশ থেকে বিএনপির সাত এমপি পদত্যাগের ঘোষণা দেন। এরপর গত রোববার (১১ ডিসেম্বর) দুপুরে শূন্য ঘোষিত ওই ছয়টি আসনের মধ্যে পাঁচটির সদস্য সশরীরে স্পিকারের কাছে ছয়জনের পদত্যাগপত্র জমা দেন। তবে একজন ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বিধায় তার পদত্যাগ পত্র গ্রহণ হয়নি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাংলাদেশি কর্মীদের বেতন না দিয়ে শাস্তির মুখে মালয়েশিয়ান কোম্পানি

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ দল