রূপগঞ্জে ছয় প্রতিষ্ঠানের গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

রূপগঞ্জে ছয় প্রতিষ্ঠানের গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
মোঃ আবু কাওছার মিঠু ,রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর ও ভুলতা ইউনিয়নের ফকিরেরদরগা এলাকার ছয় প্রতিষ্ঠানের গ্যাসের অবৈধ সংযোগ ও সোর্স লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।
গতকাল ১৪ডিসেম্বর রবিবার নারায়ণগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারজানুর রহমান নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনসার ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে চুনা কারখানা, আল-আমিন খাবার হোটেল, মোস্তাকিম মিষ্টান্ন ভান্ডারসহ ছয় প্রতিষ্ঠানের গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারজানুর রহমান বলেন, চিহ্নিত করা সকল অবৈধ গ্যাস সংযোগ পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হচ্ছে। গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার এ অভিযান অব্যাহত থাকবে।
সমাচার/এমএএন
..

Leave a reply

Minimum length: 20 characters ::