ভিয়েতনামে টাইফুন মোলাভেতে নিহত ৩৯

ভিয়েতনামে টাইফুন মোলাভেতে নিহত ৩৯

শক্তিশালী ঘূর্ণিঝড় মোলাভের আঘাতে ভিয়েতনামের মধ্য এবং মধ্য পার্বত্য অঞ্চলে ৩৯ জনের মৃত্যু হয়েছে; নিখোঁজ রয়েছেন অন্তত ৪৪ জন। বুধবার দেশটির সেন্ট্রাল স্টিয়ারিং কমিটি ফর ন্যাচারাল ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এ কথা জানিয়েছে বলে খবর সিনহুয়ার।

কমিটি জানায়, ভিয়েতনামের কুয়াং নাম, এনগি অ্যান, ডাক লাক ও গিয়া লাই প্রদেশে এসব প্রাণহানি ঘটে। এদিকে নিখোঁজদের অধিকাংশ কুয়াং নাম ও বিন দিন প্রদেশের বাসিন্দা। বুধবার স্থানীয় সময় সকাল ৭টা পর্যন্ত কুয়াং নাম ও কুয়াং এনগি প্রদেশের ২৬ টি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

কমিটির উপাত্ত অনুযায়ী, এ বছরের প্রথম ১০ মাসে ভিয়েতনামে প্রাকৃতিক দুর্যোগে প্রধানত ভূমিধস, বন্যা এবং শিলাবৃষ্টিজনিত কারণে ৩৩৫ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছে। এ ছাড়া এ সময়ের মধ্যে দেশটিতে ঘটা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ৯১ কোটি ৩০ লাখ ডলারের ক্ষতি হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মমতার বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ গৃহীত

আরও তিন অঙ্গরাজ্য ট্রাম্পের ঝুলিতে