১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন
প্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধি: কোনো ধরনের তদবির বা ঘুষ ছাড়াই শুধুমাত্র শারীরিক সক্ষমতা ও মেধার ভিত্তিতে মাত্র ১২০ টাকা খরচে মাদারীপুরে ১৬ জন চাকরিপ্রার্থী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। রোববার (৩১ আগস্ট) বিকেলে মাদারীপুর পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের ফলাফল ঘোষণা করেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান।
জানা গেছে, এ বছর মাদারীপুর কোটায় ১৬ জনের বিপরীতে ৩৩০ জন আবেদন করেন। এর মধ্যে ১৬ জন চূড়ান্ত পাশ করেন এবং ৩ জনকে অপেক্ষমান রাখা হয়। পরে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান পরীক্ষায় উত্তীর্ণ নবাগতদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন।
এসময় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম ও ঢাকা জেলার পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::