শিবচরের সূর্যনগর বাজারে উদ্বোধন হলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র

শিবচরের সূর্যনগর বাজারে উদ্বোধন হলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র
প্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে উদ্বোধন করা  হলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজারে এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আশরাফুল আলম । এ সময়ে তার সাথে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নিবার্হী কর্মকর্তা  ( ইউএনও) পারভীন খানম, সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, দত্তপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইকবাল হোসেন, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মশিউর রহমান চৌধুরী, ইউপি সচিব হাফিজসহ আরো অনেকেই।
এসময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, দালাল মুক্ত নির্দিষ্ট ফি এর বিনিময়ে উক্ত ভূমি সেবা কেন্দ্রে ভূমি সেবায় সহায়তা নেয়ার জন্য সকলকে অনুরোধ করেন।
উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স (ডিকেএমপি) অনুবিভাগ, ঢাকা স্মারক পত্রের আলোকে ‘ভূমি সেবা সহায়তা নির্দেশিকা ২০২৫ অনুযায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে নাগরিকদের জনবান্ধব ভূমি সেবা সহায়তার লক্ষে হাবিবা কম্পিউটারস সেবা প্রতিষ্ঠানকে সরকারি অনুমতি পত্র দেয়া হয়।
এখানে নির্দিষ্ট ফি এর বিনিময়ে ভূমি সেবায় সহায়তা, ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান (পর্চা), ও জমির নকশা ইত্যাদি প্রাপ্তির জন্য আবেদন করা যায়।

Leave a reply

Minimum length: 20 characters ::