বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

শাহিন আহমেদ: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সাবেক ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন ভূইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের অভিযোগ উঠেছে।

শনিবার (৩ মে) বেলা ১১টায় সিরাজদিখান প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে সুমন ভূইয়া বলেন, “আওয়ামী লীগের দোসর ও এলাকার নামধারী বিএনপির কিছু ব্যক্তি আমার বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। আমি বিগত ১৫ বছর ধরে রাজনৈতিকভাবে মিথ্যা মামলার শিকার হয়েছি এবং আমাকে নিজ বাড়ি ছেড়ে থাকতে হয়েছে।”

তিনি আরও বলেন, “গতকাল যে অপপ্রচার চালানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আওয়ামী লীগের দোসররা আমাকে সমাজ ও রাজনীতি থেকে দূরে রাখতে অপপ্রচার চালাচ্ছে।”

মোঃ সুমন ভূইয়া জানান, তিনি কেয়াইন বায়তুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি পদপ্রার্থী এবং কেয়াইন জাগরণী সংসদের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়া ইউসুফ হোসেন ভূইয়া, প্রিন্স নাদিম, সিদ্দিক মোল্লাসহ আওয়ামী লীগপন্থী একাধিক ব্যক্তি মিলে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “কুচক্রী মহল ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

মোঃ সুমন ভূইয়ার স্ত্রীও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “আমার স্বামীর বিরুদ্ধে শুধু অপপ্রচারই নয়, আমাদের পরিবারকে হত্যার ষড়যন্ত্রও চলছে। আমরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি।”

Leave a reply

Minimum length: 20 characters ::