প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা  বিচার দাবিতে বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা  বিচার দাবিতে বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ
বেরোবি প্রতিনিধি : বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর শাখা ছাত্রদল।  রোববার (২০ এপ্রিল)  বিকেল ৩টায় বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস থেকে বেড় হয়ে প্রধান ফটকে অবস্থান নেয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নিয়ে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বেরোবি ছাত্রদলের সদস্য সচিব  মোঃ রাশেদ মন্ডল  এনসিপিকে দায়ী করে বলেন, “ এই হত্যাকান্ডে জড়িতদের  দ্রুত  যাচাই-বাছাই করে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করতে হবে । সময়  তিনি ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনীতির প্রতি তাগিদ দেন।’’
 উল্লেখ্য,নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র। ২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে। তিনি শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::