মাদারীপুরে পুরস্কার বিতরণী মাধ্যমে শেষ হলো তিনদিনব্যাপী সরস্বতী পূজা

মাদারীপুরে পুরস্কার বিতরণী মাধ্যমে শেষ হলো তিনদিনব্যাপী সরস্বতী পূজা
মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরে পুরস্কার বিতরণী মাধ্যমে শেষ হলো দুইশো বছরের ঐতিহ্যবাহী তিনদিনব্যাপী সরস্বতী পূজা। বুধবার রাতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মুহাম্মদ হাবিবুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা। এই সময়ে র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতাকর্মী, আনসার সদস্যরা ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন । মন্দির ও আলোকসজ্জা প্রথম হয়েছে যুব ক্লাব এবং প্রতিমায় প্রথম হয়েছে উত্তরণ সংঘ।  সরস্বতী পূজাকে ঘিরে মাদারীপুর শহরজুড়ে ছিল উৎসবের আমেজ। পাড়া-মহল্লা কিংবা শহরের অলি-গলি সবখানেই ছিল আধুনিক আলোকসজ্জা। একই চিত্র শহরের শতাধিক স্থায়ী ও অস্থায়ী মন্ডপের ভেতর ও বাহিরের। মনমুগ্ধকর এই লাইটিং দেখতে ভীড় করেছেন হাজার হাজার শিশু, কিশোরসহ নানা বয়সের মানুষ। বিনোদনে যোগ হয়ে ছিল বাড়তি আনন্দ।

Leave a reply

Minimum length: 20 characters ::