৮ ফেব্রুয়ারি ফাহিম আল চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণ অনুষ্ঠান

৮ ফেব্রুয়ারি ফাহিম আল চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণ অনুষ্ঠান

আজাদুর রহমান (জকিগঞ্জ প্রতিনিধি):জকিগঞ্জ-কানাইঘাটের অন্যতম বৃহৎ দাতব্য সংস্থা ফাহিম আল চৌধুরী ট্রাস্ট আগামী ৮ ফেব্রুয়ারি, শনিবার তাদের মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে।

গত ১৫ ডিসেম্বর ২০২৪, জকিগঞ্জ ও কানাইঘাট অঞ্চলের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় ফাহিম আল চৌধুরী ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা। এই পরীক্ষায় ৫৯১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে, যার মধ্যে রয়েছে,পঞ্চম শ্রেণি: ২৬০ জন,ষষ্ঠ শ্রেণি: ১০৮ জন,সপ্তম শ্রেণি: ১১৫ জন,অষ্টম শ্রেণি: ১০৮ জন

আসন্ন ৮ ফেব্রুয়ারি, শনিবার, এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তি তুলে দেওয়া হবে।

ট্রাস্টের সচিব সাব্বির আহমদ জানান, এই অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ সকল অভিভাবক ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে। তিনি আরও জানান, এই আয়োজনকে আরও আকর্ষণীয় ও স্মরণীয় করতে কিছু ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে, যা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করবে।

Leave a reply

Minimum length: 20 characters ::