শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: মাদারীপুরের পুলিশ সুপার সাইফুজ্জামান

শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: মাদারীপুরের পুলিশ সুপার সাইফুজ্জামান
মাদারীপুর জেলা প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগানকে ধারন করে তারুণ্যের উৎসব ২০২৫ যুব কাবাডি অনুর্ধ্ব-১৮ (বালক ও বালিকা) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা পুলিশের আয়োজনে ও বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর ব্যাবস্থাপনায় মাদারীপুর পুলিশ লাইন্স মাঠে শনিবার (১ ফেব্রুয়ারী) সকাল থেকে সন্ধা পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন মাদারীপুর জেলা পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান বিপিএম। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, জাহাঙ্গীর আলম, শেখ সাব্বির হোসেনসহ জেলা পুলিশ মাদারীপুরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ,জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ খেলোয়াড়গন। প্রতিযোগিতায় মাদারীপুর সদর, কালকিনি, ডাসার, রাজৈর ও শিবচর থানা পাঁচটি দল অংশ গ্রহন করে।
ফাইনাল ম্যাচে (পুরুষ) কালকিনি থানা মাদারীপুর সদর থানাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে ফাইনাল ম্যাচে (নারী) মাদারীপুর সদর মডেল থানা শিবচর থানাকে পরাজিত করে
চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুরের পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান বিপিএম বলেন, যেকোনো ধরনের খেলাধুলা ভাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটায়। কাবাডি খেলা আমাদের প্রাণের খেলা যা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মিশে রয়েছে। আমাদের তরুণরা কাবাডি খেলার মাধ্যমে অসাধারণ ক্রীড়াশৈলী ও ক্রিয়া নৈপূণ্য দেখিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ আরো উজ্জ্বল করবে আমরা সেই প্রত্যাশা করি।

Leave a reply

Minimum length: 20 characters ::