শিবচরের পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ

শিবচরের পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ
মাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুরের শিবচরের পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার চরজানাজাত ইউনিয়নের মোল্লাকান্দি এলাকা সংলগ্ন পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রতন শেখ ও চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. শহিদুল ইসলাম এর নেতৃত্বে শিবচর থানা পুলিশ ও চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে অর্ধগলিত থাকায় পরিচয় এবং বয়স শনাক্ত করা যাচ্ছে না।
চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. শহিদুল ইসলাম বলেন, উদ্ধার করা মরদেহটি প্রায় গলিত। বয়স আনুমানিক ৩৫ হবে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a reply

Minimum length: 20 characters ::