জায়গা স্বল্পতার কারনে আন্তর্জাতিকভাবে চালু হলো না বগুড়ার বিমানবন্দর

জায়গা স্বল্পতার কারনে আন্তর্জাতিকভাবে চালু হলো না বগুড়ার বিমানবন্দর

আল ইমরান, বগুড়া: রোববার (১২ জানুয়ারি) বগুড়ায় বিমানবন্দর (এয়ারপোর্ট) এলাকা পরিদর্শনে আসেন বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান। তিনি সাংবাদিকদের বলেন, বগুড়া এয়ারপোর্ট ( বিমানবন্দর) চালু করতে হলে প্রয়োজন সর্বনিম্ন ৬ হাজার ফুট রানওয়ে তবে আছে এখন ৪৭০০ ফুট। এটি চালু হলে অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে। দেশের নবম বিমানবন্দর হিসেবে চালু উদ্যোগ নেয়া হয়েছে।

হাসান মাহমুদ খান আরো বলেন, এ বন্দর নিয়ে আগের সরকারকে একাধিকবার প্রস্তাব দিলেও কোনো গুরুত্ব দেয়নি তারা।আমরা নতুন করে সরকারকে প্রস্তাব দিব। বাজেট পেলেও স্বল্প পরিসরে চালু করতেও কমপক্ষে একবছর সময় লাগবে।

Leave a reply

Minimum length: 20 characters ::